ঝিনাইদহে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় পূজা মজুমদার (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটু হোসেন (২২) নামে এক বখাটে যুবক।সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত পূজাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। পূজা ঝিনাইদহ জমিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বখাটে লিটু বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে প্রেমের প্রস্তাবে পূজা কোন সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয় লিটু। সোমবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাসায় গিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় লিটু।খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত বখাটে লিটুকে আটকের চেষ্টা চলছে বলে জানান থানা পুলিশ।